রায়হান সিকদারঃ
১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। সারাদেশে মহান বিজয় দিবসে সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে ।
দিবসের প্রথম ভোরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, স্বাস্হ্য বিভাগ,বনবিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
একইদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে সস্রদ্ধ সালাম,বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবস পালিত হয়। পরে মুক্তিযোদ্ধাদেরকে এক সংবর্ধনার আয়োজন করেন লোহাগাড়া উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,ইউএনও মোঃ আহসান হাবিব জিতুর সহধর্মিণী রওশনা শারমিন রথি,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মোস্তফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সিকদার,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম,কোষাধ্যক্ষ শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী।
এছাড়াও উপজেলা দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা,বিদ্যালয়ের সকল শিক্ষকগণ,সাংবাদিকবৃন্দরাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
বীর শহীদদের আত্নার মাহফিরাত এবং জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়ি মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।