রায়হান সিকদার,দেশবাংলাঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে নাশকতাকারী,চাঁদাবাজ,সন্ত্রাসীসহ বিভিন্ন ধরণের অপরাধীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি জানান, চুরি ডাকাতি, সন্ত্রাসী,চাঁদাবাজি এড়াতে বটতলী মোটর স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা মনিটরিং করবে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন।এ সিসি ক্যামরার মাধ্যমে বিভিন্ন অপরাধীদের চিহ্নিত করতে পারবে। জনসাধারণ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে। নির্বাচনকে কেন্দ্র করে অপরাধীরা বিভিন্ন ধরণের অপরাধমুলক কর্মকান্ড চালাতে পারে। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় অনুষ্ঠিত হয়।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদু্ল ইসলাম,উপজেলা পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ মোঃ সোহেল চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মোঃ,নাজিম উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওযাহেদ,বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান,উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদসহ উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যারাও উপস্থিত ছিলেন।সভায় যানজট নিরসনের জন্য বিভিন্ন ধরণের কার্যপ্রণালী পড়ে শুনান এবং যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।