নিউজ ডেস্ক,দেশবাংলা ডটনেট
জাতীয় চারনেতার 'জেল হত্যা দিবস' উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত ডেনমার্কের কোপেনহেগেনের এক হলে আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব ইকবাল হোসেন মিঠু এর সভাপতিত্বে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুুুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া বলেন , জাতীয় চারনেতা হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের রায় কার্যকর করতে হবে।
যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।
আগামীতে বাংলাদেশকে যারা আন্দোলনের নামে নাশকতা ও ষড়যন্ত্র করে রাষ্ট্রকে অকার্যকর করতে চায় তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে,এ ব্যাপারে সরকারকে আরো কঠোর হওয়ার অনুরোধ করে তিনি বলেন,
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই কেবল বাংলাদেশে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া , হিল্লোল বড়ুয়া , মোহাম্মদ ইউসুফ ফাহমিদ আল মাহিদ , আব্দুল আল জাহিদ, আহসান উজ্জামান , ডেনমার্ক যুবলীগ এর সভাপতি আমির জীবন , কামরুল এবং ডেনমার্ক ছাত্রলীগ এর সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।