শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ফেনী জেলায় শ্রেষ্ঠ অফিসার ডিবির ওসি রনজিত

প্রকাশিত : ৩:৫৯ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ফেনী জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে গোয়েন্দা পুলিশের ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার পুরস্কার অর্জন করেন!১৮ নভেম্বর সোমবার দুপুরে পুলিশ সুপার খন্দোকার নূরু-নবীর নিকট থেকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে  পুরস্কার গ্রহন করছেন রনজিত কুমার বড়ুয়া।
জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার,ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের সাফল্যের স্বীকৃতি হিসেবে রনজিত কুমার বড়ুয়াকে এ সম্মাননা প্রদান করা হয়।মাসিক ক্রাইম কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) রবিউল হোসেন, ছাগলনাইয়া সার্কেল সিনিয়র এ এস পি নিশান চাকমা, ফেনী জেলাধীন সকল থানার ওসি, ডি আই ও – ওয়ান ও টি আই সহ বিভিন্ন পদবীর কর্মকর্তারা।সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় রনজিত বড়ুয়া জানান,সাফল্যের এ স্বীকৃতি ফেনী ডিবির সকলের অর্জন। তিনি পরিদর্শক এ এন এম নুরুজ্জামান, পরিদর্শক শাহীন মিয়া, এস আই মোতাহার হোসেন পি পি এম, এস আই মনিরুজ্জামান, এস আই মহিউদ্দীন সহ ফেনী ডিবির সকল সদস্যকে ধন্যবাদ জানান

আরো পড়ুন