শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১০:৪৯ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
প্রবাস ডেস্ক,দেশবাংলা ডটনেট
গত ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের সময় অনেকেই আসন্ন জাতীয় নির্বাচনে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন , অনেকেই তো দেশে গিয়ে কাজ করতে পারবে না। এই সময় ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন প্রবাসীদের কল্যানে বর্তমান সরকারের অবদানের উপর বেশ কিছু পোস্টার করে দেওয়ার জন্য। যাতে আমরা প্রবাসীরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারি। এই সময় মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেন। এই বিষয়ে বেশ কিছু পোস্টার তৈরির উদ্যোগের কথা তিনি বলেন। বিদ্যুৎ বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো বলেন , প্রবাসীদের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে তারমধ্যে অন্যতম প্রবাসীকল্যাণ ব্যাংক এর মাধ্যমে বিদেশগমনেচ্ছুদের সহজ কিস্তিতে ঋণ প্রদান , প্রবাসীদের মরদেহ প্রদানে সরকারের সহযোগিতা প্রদান , বিদেশে নতুন দূতাবাস এর মাধ্যমে প্রবাসীদের নাগরিক সেবা প্রদান , প্রবাসীরা দেশে ফেরত এর পর পেনশন প্রদান ,. রেমিটেন্স পাঠাতে কোন চার্জ লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে উল্লিখিত বিষয়গুলো প্রচার করতে নির্দেশ প্রদান করেন উপস্থিত নেতা কর্মীদের।