শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু

প্রকাশিত : ১০:০৫ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া রহমান জিকু।

১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের গুপ্ত বাড়ীসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। তিনি পূজার্থীদের সাথে কথা বলেন।

এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন,লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার।

 

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু জানান, এদেশ সম্প্রীতির দেশ। পুজামন্ডপে শান্তিপূর্ণভাবে পালন করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। আমরা সকল পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমরা চাই সুন্দর ও সম্প্রীতির মাধ্যমে সনাতনী ধর্মাবলম্বীরা পূজা পালন করুক। কোন ধরণের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবেনা বলেও তিনি জানান

আরো পড়ুন