রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

পুলিশের কাছে চাঁদা দাবির অভিযোগে সিটিজি ক্রাইম টিভির ভুয়া সাংবাদিক আটক

প্রকাশিত : ১:১৯ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চকচকে প্রভোক্স প্রাইভেট কার, যাতে “সিটিজি ক্রাইম টিভি” নামের ইস্টিকার লাগানো। ভিডিও ক্যামরা আর গলায় সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক পরিচয় পত্র ঝোলানো৷ চট্টগ্রামের পটিয়া থানায় এদের প্রবেশের সময় অনেকে ভেবেছিলো তারা নিশ্চয় সংবাদ সংগ্রহের জন্যে এসেছে৷ কিন্তু দুপুরের কিছু সময় পর উলটো সংবাদ এলো সিটিজি ক্রাইম টিভির সাংবাদিকরা পটিয়া থানায় সংবাদ সংগ্রহের জন্যে নয়, পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবী করতে এসেছে৷

সাংবাদিক পরিচয় দিয়ে থানায় ঢুকে পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজন সাংবাদিক শাহেদুল ইসলাম সাগর (৩০), রতন বড়ুয়া (৪৩) ও তাদের গাড়িচালক আনোয়ার হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে৷

আজ দুপুরে অভিযুক্তরা পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদারকে সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক পরিচয় দিয়ে প্রথমে হুমকি-ধমকি দেয়। পরবর্তীতে তারা চাঁদা দাবি করে বলে সিপ্লাসকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ জানিয়েছেন।

এই ঘটনায় সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক সহ আটক তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগে তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ জানিয়েছেন।

এসময় আটককৃতদের বহনকারী সিলভার রঙ্গের প্রভোক্স জিএল ব্র্যান্ডের একটি প্রাইভেট কার, আইডি কার্ড, ভিডিও ক্যামেরা, মোবাইল এবং বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
ওসি নেয়ামত উল্লাহ সিপ্লাসকে জানিয়েছেন, এই ‘সিটিজি ক্রাইম টিভি’র নামে একাধিক সাংবাদিক বিভিন্ন সময় পটিয়া থানায় এসে বিভিন্ন আসামী ছাড়াতে দেনদরবার করার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের হুমকিধমকি প্রদান করতো। অভিযোগ উঠেছে এই সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক টাকার বিনিময়ে কোন প্রকার নিয়ম নীতি না মেনে গনহারে সাংবাদিক পরিচয় পত্র বিক্রি করে আসছে৷ আর সেই সাংবাদিক পরিচয় পত্র গলায় ঝুলিয়ে একটি চক্র পটিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের কাছে গিয়ে ফেসবুক ও ইন্টারনেটে ছবি ছেড়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করতো। এই চক্রটি মাঝে মাঝে ইউটিউবে উদ্ভট ধরণের কিছু ভিডিও আপলোড করে সেই ভিডিও গুলোকে সংবাদ হিসেবে প্রচার চালাতো৷
ওসি নেয়ামত উল্লাহ বলেন,”সর্বশেষ আজ পটিয়া থানায় ঢুকে চাঁদা দাবি করার মতো দুঃসাহস দেখিয়েছে সেই চক্রটি। এবার চাঁদা দাবির সময় হাতেনাতে তাদের গ্রেফতার করেছি।” এই চক্রের সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরো আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি৷ সূত্র সি প্লাস

আরো পড়ুন