সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:৫৫ অপরাহ্ন সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
পুণরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,লোহাগাড়ার গর্বিত সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।২৮ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়(চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) ড.আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্যা প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপ-সচিব মর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩০০০-৬৯৮৫০ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ৬৯৮৫০ টাকা( নির্ধারিত) বেতন যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি পদে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সদয় সন্তুষ্ঠি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে পুণরায় নিয়োগের খবর পাওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লোহাগাড়া-সাতকানিয়ার রাজনৈতিক নেতাকর্মীরা অভিনন্দন বার্তাও জানিয়েছেন।উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে নিয়োগ দেওয়া হয়।