রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

পদুয়া বনবিভাগ কর্তৃক যাত্রীবাহী বাসের বক্স থেকে  অবৈধ চিরাইকৃত সেগুন কাঠ জব্দ 

প্রকাশিত : ৮:৩৪ পূর্বাহ্ন রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ চিরাইকৃত সেগুন কাঠ ও বাসটি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।

২২ আগস্ট  দুপুর ১টার দিকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার হতে এসব অবৈধ চিরাকৃত কাঠ জব্দ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজারে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহি বাস থামিয়ে বাসের বক্সে তল্লাশি চালিয়ে অবৈধ চিরাইকৃত সেগুন কাঠ ও বাস জব্দ করে।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুুহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে চিরাইকৃত কাঠ গুলো বাস যোগে কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে পদুয়া বাজার এলাকায় বাস থামিয়ে বক্সে তল্লাশি চালিয়ে অবৈধ কাঠগুলো জব্দ করি।
অবৈধ চিরাইকৃত কাঠ ও জব্দকৃত বাসটি পদুয়া,বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন