প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২১, ১০:৪০ এ.এম
পঞ্চাশটি পূজামণ্ডপে অর্থ সহায়তা দিলেন যুবলীগ নেতা ওসমান আলী
সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না: অ্যাডিশনাল এসপি জিকু
১১ই সেপ্টেম্বর(সোমবার) বিকালে কেঁওচিয়াসহ ৭টি ইউনিয়নের মোট ৫০টি পূজামন্ডপে ওসমান আলী নিজ তহবিল থেকে আর্থিক উপহার দিয়েছেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া রহমান জিকু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ।এদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য মৌলবাদী চক্র বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু সফল হয়নি। বাংলাদেশে কোন মৌলবাদী গোষ্ঠীর স্থান হবে না। কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু । শুভেচ্ছা বক্তব্য রাখেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.স.ম. ইদ্রিস, কেরানীহাট মা শিশু জেনারেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর,কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী যুবলীগের সদস্য হেলাল উদ্দিন টিপু,
কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেন সুমন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। খাগরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হারুন রশিদ খোকা, সাধারণ সম্পাদক আলী নূর মানিক, পুরাণগড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা হেলাল উদ্দিন, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালিত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রাজিব, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মুমিনুল ইসলাম রুবেল,সাব্বির হোসেন আলমগীর, মাঈনুদ্দিন হাসান, মাসুম, রাকিব, সাকিব, বোরহান, জিহাম, রিয়াদ, কোরবান আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আগ্বত সনাতনী ধর্মীয় নেতারা বলেন, যুবলীগ নেতা ওসমান আলী কোন জনপ্রতিনিধি না হয়েও সাতটি ইউনিয়নের প্রায় ৫০ টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান করে এক অনন্য নজির স্থাপন করেছেন। আমরা ওসমান আলী উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত