শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:১০ পূর্বাহ্ন শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শ্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২১ পালিত হয়েছে। শুক্রবার (২২শে অক্টোবর) বিকালে উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনের চৌধুরী প্লাজার মাঠ থেকে একটি র্যালী শুরু হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে শেষ হয়।
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে আয়োজিত র্যালীতে প্রশাসনের কর্মকর্তা সহো নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
র্যালী শেষে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রুমেল, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সংগঠক ও সাংবাদিক কাইছার হামিদ সহ আরও অনেকে।
এসময় লোহাগাড়া উপজেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদুল হক, লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্ছু, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, কার্যকারী পরিষদ সদস্য শারফু সিকদার, আ.ন.ম আবদুল্লাহ বাবলু, সাত্তার সিকদার, এম.এইচ. রাব্বি, ব্যাংকার আবু মুহাম্মদ ইউচুফ, ব্যাংকার জহির, মুহাম্মদ ইসা সোহাগ মিয়া, মোহাম্মদ আজিজ, নাছির উদ্দীন মুন্না, মুহাম্মদ হেলাল উদ্দীন, কবি মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ তছলিম উদ্দীন, ফাহাদ ইবনে হাশেম, মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ ইলিয়াছ, ছাত্রলীগ নেতা জাকের উল্লাহ সম্রাট সহো সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই গাড়ী দুর্ঘটনা ঘটছে। এই সড়কে দুর্ঘটনায় আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।