শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

নির্বাচনে দেশে আসছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত : ১০:৩৮ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

প্রবাস ডেস্ক,দেশবাংলা ডটনেট

আগামী সংসদ নির্বাচনে কাজ করতে দেশে আসছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যেই গতকাল দেশে এসেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান , যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢামেকসু ভিপি এবং এবং ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া , স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম।
এছাড়া সুইডেন যুবলীগের আহবায়ক জুবাইদুল হক সবুজ ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানও দেশে এসেছেন।
এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ,জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু , ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম , সহ- সভাপতি এম,এ, কাশেম , পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি
রফিকউল্লাহ দেশে এসেছেন বেশ কয়েকমাস আগেই।
এছাড়া ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ,সাধারণ সম্পাদক এম,এ,গনি , যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ,ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ -সভাপতি নজরুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন আতা, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক , নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন , ফ্রান্স আওয়ামী লীগের সহ -সভাপতি মঞ্জুরুল হাসান চোধুরী সেলিম সহ আরো অনেকে দেশে আসবেন।
আগামীতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে নিজ এলাকায় আওয়ামীলীগ প্রাথীর পক্ষে গণসংযোগ করবেন। প্রবাসীদের জন্য আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার অবদানের কথা যে সব প্রবাসী রয়েছেন তাদের নিয়ে মত বিনিময় সভা করার পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন