শহীদুল ইসলাম বাবর
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে সাতকানিয়ায় নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে প্রতিদিন কোন কোন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় ছাড়াও সর্তক করা হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও সহকারী কমিশনার (ভ‚মি) ফারিস্তা করিমের নেতৃত্বে উপজেলা হাট-বাজার সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জানা যায়,গত ২২ অক্টোবর, সকালে সাতকানিয়া পৌরসদরের কাঁচা বাজার ও এওচিয়া ইউনিয়নের গোলারঘাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৬ হাজার ৮শ টাকা অর্থদন্ড দেয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া,ফারিস্তা করিম। ২১ অক্টোবর, উপজেলার মৌলভীর দোকান, বাজালিয়া বোমাং হাট কাঁচা বাজারে অভিযান চালায় বাজার মনিটরিং টাস্কফোর্স। এসময় ৬টি মামলায় ১৩ হাজার টাকা ও সরকার কর্তৃক নির্ধারিত পন্য সমূহে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৯ অক্টোবর উপজেলার কেরানীহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট র্মিটন বিশ্বাস। এখানেও আইন যথাযথ পরিপালন না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে পুরো উপজেলাতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমরা এই অভিযান আরো জোরালো করবো।