শহীদুল ইসলাম বাবর
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দেশে এখনো হাসিনার পুলিশ আছে। তারা দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে। এ সময় আমাদের অধিক সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানগড় এলডিপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। সাতকানিয়া এলডিপির সাধারণ জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া গণতান্ত্রিক যুবদলের সভাপতি আনিস সিকদার, সাধারণ আব্দুল জব্বার মানিক, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম টিপু, কেওচিয়া এলডিপির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারী জসিম উদ্দিন,এলডিপি নেতা নুরুল আবছার, রিয়াদ কামাল ও জাফর আহমদ। কর্নেল অলি বলেন, বিগত ১৫ বছর আমরা এ অঞ্চলে আসতে পারি নাই। কারণ এই দেশে নমরুদ আর ফেরাউনের শাসন ছিল। শেখ মুজিবের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য হাসিনা এ দেশে আসেন।দীর্ঘ দিন আমাদের নির্যাতন চালিয়ে টাকা ভর্তি করে ১৫ টি ব্যাগ নিয়ে ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনা আর বাংলাদেশে আসতে পারবেনা।