রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী চুনতী সীরাতুন্নবী(স.) মাহফিল'র ১৭ তম দিবস ২৬ নভেম্বর বাদে মাগরিব নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনায় অংশ আলহাজ্ব মাওলানা মুফতি হাফিজুর রহমান সিদ্দিকি (কুয়াকাটা)।
আলোচনা শুনতে লাখো মুসল্লিদের ঢল নেমেছে। বিকাল থেকে মুসল্লিরা দলে দলে চুনতী সীরাত ময়দানে আসতে শুরু করে। সীরাত মাঠ এবং আশেপাশের রাস্তা কানায় কানায় মুসল্লিতে ভরে যায়।
১৭ তম দিবসে সভাপতিত্ব করেন করছেন আলহাজ্ব মাওলানা মঈনুদ্দীন রুহি।
১৭তম দিবসে বাদে মাগরিবের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ আসনের ( সাতকানিয়ায় - লোহাগাড়া) সাংসদ,আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি।
এসময় উপস্হিত ছিলেন চুনতি হাকিমিয়া কামিল এমএ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর,লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই মুজিবুর রহমান,
লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,এওছিয়া ইউপি চেয়ারম্যানন নজরুল ইসলাম, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নেজাম উদ্দিন, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এসএম শাহাদত হোসাইন শাহেদ।
এছাড়াও মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের আলেম-ওলামাগন,সাংবাদিক ও জনপ্রতিনিধি বৃন্দরা উপস্হিত ছিলেন।
উল্লেখ্য,শাহ সাহেব কেবলা মরহুম শাহ হাফেজ আহমদ(র.) কর্তৃক প্রববর্তিত ঐতিহাসিক চুনতী ১৯ দিনব্যাপী ৪৯তম সীরাতুন্নবী(স.) মাহফিল গত ১০ নভেম্বর শুরু হয় এবং শেষ হবে আগামী ২৮ নভেম্বর।