শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:৫০ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দলিল জালিয়াতি করে প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল ২৩ জুন সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে থানার এএসএই শিপক চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম বড়হাতিয়া মনুফকির হাট বাজার এলাকা হতে তাকে আটক করে।
আটককৃতের নাম মুহাম্মদ আইয়ুব(৪৫)। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চান্দির পাড়ার মৃত ফয়েজ আহমদের পুত্র।
সুত্রে জানা যায়, মুুহাম্মদ আইয়ুব নিজেই ওয়ারিশ সনদ সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে মৃত ফয়েজ আহমদের ওয়ারিশ লিখেন ২জন। কিন্তু মৃত ফয়েজ আহমদের প্রকৃত ওয়ারিশ ৭জন।সেই সাথে তিনি প্রাক্তন চেয়ারম্যান জুনাইদ চৌধুরীর সীল,স্বাক্ষর নিজেই জালিয়াতি করে সেটাও প্রমাণিত হয়। তিনি ১৫১২ নং দলিল মূলে খতিয়ান করলেও সেটাও ভূয়া প্রমাণিত হয়।
এ ঘটনায় ওই এলাকার মৃত বাঁচা মিয়ার পুত্র নুরুল ইসলাম বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ একটি সিআর মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৯৯/২১। এ মামলায় মাননীয় আদালত ঘটনার সত্যতা পেয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
লোহাগাড়া থানার এএসআই শিপক চন্দ্র দাশ জানান, দলিল জালিয়াতি করার দায়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মুুহাম্মদ আইয়ুবকে আটক করেছি। সে দলিল জালিয়াতি, চেয়ারম্যানের স্বাক্ষক, সীল নিজেই জালিয়াতি করেছিল।
তাকে আজ ২৪ জুন সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।