শহীদুল ইসলাম বাবর, চুনতী মাহফিল থেকে
চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবসের সমপানী অধিবেশনে তাকরির শুরু করেছেন, বায়তুশ শরফ দরবারের পীর বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নদভী। তিনি “ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন”এর আয়াতের উপর আলোচনা পেশ করার কথা রয়েছে।
এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। এর আগে অনুষ্ঠিত আরো তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে, চুনতীর বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন, যথাক্রমে বান্দরবান মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মোহাম্মদ হোছাইন ও ঠাকুরদিঘী হেমায়েত ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা সরওয়ার কামাল আজিজী।