দেশবাংলা ডেস্কঃ
পিটিসি নোয়াখালীর সংযুক্ত ট্রেনিং সেন্টার আরআর এফ, চট্টগ্রাম ইউনিটে টিআরসিদের মৌলিক প্রশিক্ষণ শেষে আজ ২৪ ফেব্রুয়ারি শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহন, কুচকাওয়াজ পরিদর্শন ও শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পদক বিতরণ করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ জনাব এস এম রশিদুল হক, পিপিএম। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ দপ্তর, চট্টগ্রাম জেলা পুলিশ ও আরআরএফ, চট্টগ্রাম ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, টিআরসি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।