শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

টংকাবতী খালের পাশে ময়লার স্তুপের এলাকা পরিদর্শনে ইউএনও

প্রকাশিত : ১২:৪১ পূর্বাহ্ন শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

অতিরিক্ত বৃষ্টি হচ্ছে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় খাল ভেঙ্গে পানি বিলে ঢুকে পড়েছে,পুকুরও ডুবে গেছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা এলাকায় টংকাবতী ব্রিজের পার্শ্বে ময়লার স্তুপের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি চলাচলে বিঘ্নতা ঘটেছে। ময়লার স্তুপের কারণে খালের পানি চলাচলে আটকে যাচ্ছে। ফলে জলাবদ্ধতা তৈরী হয়ে যাচ্ছে পুরো এলাকা জুড়ে।

১ জুলাই সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

পরিদর্শনে তিনি ওই এলাকা ঘুরে দেখেন। স্কেভেটর দিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য ময়লার স্তুপ সরিয়ে ফেলাসহ জনগুরুত্বপুর্ণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুচ, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য শিহাব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এস.এম ইউনুচ
Ashab Uddin

আরো পড়ুন