শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:২১ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের টংকাবতী কুল সার্বজনীন উদযাপন পরিষদের আয়োজনে ৫দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ১২ জানুয়ারী সকালে আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করা হয়।চিকিৎসা সেবা ক্যাম্পে পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রাম ন্যাশনাল হসপিটাল এন্ড সিগমা ল্যাব লিঃ, চট্টগ্রাম কসমোপলিটন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লোহাগাড়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ,টংকাবতীকুল সার্বজনীন উদযাপন মহোৎসবের সভাপতি স্বপন কুমার দাশ, সাধারণ সম্পাদক অজিত চক্রবর্তী, প্রফেসর ডাঃ জালাল আহমদ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ শিল্পী দাশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।