শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ২:৫৬ অপরাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
দুর্যোগ প্রস্তুতিে লড়বো,স্মার্ট বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
১০মার্চ সকালে ঢাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে । উক্ত দিবসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্গানোগ্রাম প্রণয়ণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ সম্মাননা সনদ ও সম্মাননা স্বারক ক্রেস্ট অর্জন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারি প্রকৌশলী, লোহাগাড়ার চরম্বার আতিয়ার পাড়া গ্রামের গর্বিত সন্তান, দানশীল ব্যক্তিত্ব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব।
তিনি এ সম্মাননা অর্জনে খবর পেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লোহাগাড়ার সাধারণ মানুষ, শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারি প্রকৌশলীইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব জানান, সম্মাননা পেলে আমাদের কাজে স্পৃহা বাড়ে। এটা আমার কাজের বড় অর্জন। সরকারি দায়িত্ব পালনে এমন অর্জন আমার জন্য বড় গৌরবের ও আনন্দের।আমি আমার অর্জনটুকু লোহাগাড়ার মানুষকে উৎসর্গ করলাম।