নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ আলহাজ আবু ছালেহ দেওদিঘী খাশমহাল উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। ৯ এপ্রিল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট প্রেরিত একপত্রে আগামী ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, কমিটিতে পদাধিকার বলে বিদ্যালয় প্রধান শিক্ষককে সদস্য সচিব, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে উদয় শংকর রায় বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মাকছুদুর রহমান সিকাদরকে মনোনীত করা হয়। এদিকে চেয়ারম্যান আবু ছালেহ এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।