রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

চুনতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত : ৫:২১ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশ আওয়ামীলীগ লোহাগাড়া উপজেলা শাখার আওতাধীন চুনতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগেন ত্রি-বার্ষিক সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন শুক্রবার সকালে সাড়ে ১১টার দিকে চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শাহ আলম চৌধুরী পল্টু।

ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মুুহাম্মদ আনোয়ার কামাল।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন।

চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ জানে আলম ও চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছোটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মুুহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান মিন্টু,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান মুজিব, কার্যনির্বাহী সদস্য এরশাদুল হক ভেট্টু, চুনতি ইউপির চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামরুল হুদা,উপজেলা তাঁতীলীগের আহবায়ক মুহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ রাসু।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন আওয়ামীলীগ নেতা নাহিয়ান চৌধুরী,মুহাম্মদ রফিক উদ্দিন।

সভায় বক্তারা বলেন, তৃণমুল পর্যায় থেকে যারা উঠে আসে এরাই আওয়ামীলীগের প্রান।বাংলাদেশ আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন। আমাদেরকে সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে। ওয়ার্ড কমিটিতে কোন জামায়াত-বিএনপির ঠাই হবেনা। এ ধরণের কোন ব্যক্তিকে ওয়ার্ড আওয়ামীলীগে স্হান পাবেনা। পদ-পদবী নিয়ে ঘরে বসে থাকা যাবেনা। যেকোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। বক্তারা আরও বলেছেন,আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছেন। আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিচক্ষণতায় দেশ এখন স্বয়ণ সম্পুর্ণ। দেশ এখন আর পিছিয়ে নেই।
ওয়ার্ড আওয়ামীলীগের ভিত্তি। তাই ওয়ার্ড শক্তিশালী হলে উপজেলা আওয়ামীলীগ শক্তিশালী হবে। চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সভায় উপজেলা আওয়ামীলীগ ও চুনতি ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে চুনতি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটিতে ১৯জনকে কাউন্সিলর করা হয়।
উক্ত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ রফিকুল ইসলাম কে সভাপতি করে, মুহাম্মদ শাহ আলম কোম্পানী কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

আরো পড়ুন