নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারে সাদেক স্টোর নামে একটি দোকান চুরির ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর দুপুর দেড়টার দিকে এ চুরির ঘটনাটি ঘটেছে।
দোকান মালিকের নাম মুহাম্মদ সাদেক সওদাগর ও মিনহাজ উদ্দিন সওদাগর।
জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে নামাজ আদায় করার জন্য দোকানের দরজায় পর্দা টেনে দিয়ে দোকানের মালিক মসজিদে যান। নামাজ আদায় করে এসে দেখতে পান তার দোকান অগোচালো অবস্হায়।ডয়ারের ক্যাশ খোলা অবস্হায়। চোর দোকানের ডয়ারের তালা কেটে আনুমানিক ৪ লক্ষ টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী দোকানের মালিক মুহাম্মদ মিনহাজ জানান,প্রতিদিনের মত আমি ও সাদেক সওদাগর মসজিদে দুপুরের নামাজ আদায় করতে যায়। নামাজ শেষ করে দোকানে সবকিছু এলোমেলো অবস্হায় দেখতে পেলে বিষয়টি চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করি। চুরের দল আমার দোকান থেকে ডয়ারের তালা ভেঙ্গে ৪ লক্ষ টাকা নিয়ে যায় বলেও তিনি জানান।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান।
তিনি উক্ত প্রতিবেদককে জানান, চুরের দল দোকানের ক্যাশের তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়। দোকান চুরির ঘটনায় সিসি ফুটেজ হাতে পেয়েছি। চোর সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
সিসি ফুটেজ রয়েছে। সিসি ফুটেজে ধারণকৃত চুরের পরিচয় জানা থাকলে চুনতি পুলিশ ফাঁড়িকে জানাতে অনুরোধ রইল।