শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:৫৩ অপরাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার চুনতির ডাক-বাংলো মাঠে চুনতি ডাক-বাংলা ইউনিটি ক্লাবের অায়োজনে অান্ত:চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় সম্পন্ন হয়েছে।
চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল অাবেদীন জনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া-সাতকানিয়ার সাংসদ, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
খেলার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তৌছিফ অাহমেদ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, অাধুনগর ইউপি চেয়ারম্যান মো:অাইয়ুব মিয়া,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ,লোহাগাড়া থানার উপ-পরিদর্শক সোহেল সিকদার,এএসঅাই মাঈনুদ্দিন হাসান,এএসঅাই চন্দ্র কুমার কুর্মী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম গণি সম্রাট, দক্ষিণজেলা যুবলীগের সদস্য নুরুল অালম জিকু, বড়হাতিয়া ইউপি সদস্য সুনীল সরকার,সাবেক সদস্য অাব্দুল মোতালেব,চুনতি ইউপি সদস্য জমির উদ্দিন বাবর, ইউপি সদস্য সাজিদুল ইসলাম ও চুনতি ডাক বাংলো ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমূখ। খেলায় চুনতি ১ নং ওয়ার্ড ও চুনতি ৫ নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করে। এতে চুনতি ১ নং ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে চুনতি ৫ নং ওয়ার্ড জয়লাভ করে।