রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘীর কোণ এলাকা সংলগ্ন জামছড়ি খাল এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলবনিয়া খাল এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি স্পট থেকে একটি ড্রেজার মেশিন, ২হাজার ঘনফুট বালু, ডাম্পার জব্দ এবং অপর একটি স্পটে ১১হাজার ৭৩০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
১৪ জুলাই (রোববার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমান, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি,চরম্বা ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ ভূমি অফিসের স্টাফগন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘীর কোণ এলাকা সংলগ্ন জামছড়ি খাল এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলবনিয়া খাল এলাকায় অবৈধ বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুটি স্পটে অভিযান চালিয়ে একটি স্পট থেকে একটি ড্রেজার মেশিন, ২হাজার ঘনফুট বালু, ডাম্পার জব্দ এবং অপর একটি স্পটে ১১হাজার ৭৩০ ঘনফুট বালু জব্দ করেছি। ডাম্পার, ড্রেজার মেশিন স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা রয়েছে। অবৈধ বালু উত্তোলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।