রায়হান সিকদার,দেশবাংলাঃ
আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-১৫ আসনটি সাতকানিয়া-লোহাগাড়া নিয়ে গঠিত। এ আসনে লোহাগাড়ায় ৬৭ টি ভোট কেন্দ্র রয়ছে। লোহাগাড়ায় নির্বাচনকে অবাধ,নিরপক্ষ ও সুষ্ঠুভাবে সম্পুর্ণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে হবে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।জানা যায়, ৬জানুয়ারী সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। তবে,ব্যালট পেপার যাবে নির্বাচনের দিন সকালে।নির্বাচনের লোহাগাড়ার কেন্দ্রগুলোর মধ্যে অধিকাংশ কেন্দ্রগুলো ঝুঁকিপুর্ণ।উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর জানান, নির্বাচনে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে।সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান জানান,নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। লোহাগাড়ায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ৩ প্লাটুন, বিজিবি ৬ প্লাটুন, এপিবিএন ফোর্স ২ প্লাটুনসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে।