রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই মাসে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় লোহাগাড়া থানার ৮পুলিশ অফিসারকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক পিপিএম সেবার পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
পুলিশ অফিসারগণ হলো যথাক্রমে এসআই গোলাম কিবরিয়া,এসআই যুযুৎসু যশ চাকমা,এসআই দুলাল বাড়ৈ, এসআই মাহফুজুর রহমান,চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রিজুয়ানুল ইসলাম,লোহাগাড়া থানার এএসআই শফিউল্লাহ,এএসআই বিল্লাল হোসেন, এএসআই মাঈনুদ্দিন চৌধুরী।
২০আগস্ট সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পাঠানো উপহারগুলো থানার ৫জন এসআই ও ৩জন এএসআইসহ মোট ৮জন পুলিশ অফিসারের হাতে তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
এসময় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্হিত ছিলেন।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনাকালীন সময়ে থেমে নেই ইয়াবা পাচার। লোহাগাড়ার বিভিন্ন এলাকা হতে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্পট হতে প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম ইয়াবার বড় বড় চালান, চোলাইমদসহ অনেক মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছি। তারই ধারাবাহিতায় জুলাই মাসে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় থানার ৫জন এসআই এবং ৩জন এএসআইকে পুরুষ্কৃত করেছেন চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পাঠানো উপহারগুলো পুলিশ অফিসারদের মাঝে প্রদান করা হয়েছে।