লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
সাধারণ মানুষকে ঘরমুখী করতে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রবের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কেরানীহাট, লোহাগাড়াসহ বিভিন্ন এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জরুরীসেবা গাড়ি পরিবহন ছাড়া অন্যান্য গাড়ি যাতে যাতায়াতের করতে না পারে সেটি তদারিকি করছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব জানান, সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকুন, অযথায় ঘর থেকে বের হওয়া যাবেনা। জরুরী সেবা ছাড়া অন্য কোন বাস কিংবা গাড়ি নিয়ে যাতায়াত করা যাবেনা।
আমরা সাধারণ মানুষকে ঘরমুখী করতে জনসচেতনতামুলক মাইকিং করে যাচ্ছি। অপ্রয়োজনে গাড়ি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ঘুরাঘুরী করতে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিচ্ছি। সবাই সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকুন, মাস্ক ব্যবহার করুন।