করোনা পরিস্থিতিতে ঘরবন্দি প্রায় ৩০০ অসহায় পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ।
মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম নগরীর চকবাজার, কাপাসগোলা ও চন্দনপুরা এলাকায় প্রায় হতদরিদ্র, শ্রমজীবী ও কর্মহীন তিনশত পরিবারের ঘরে ঘরে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যার পর চকবাজার-কাপাসগোলা এলাকার গাজী শাহ লেইন, টুপিওয়ালা পাড়া, মুন্সিপুকুর পাড়, করুণাময়ী কালী বাড়ি ও চন্দনপুরা এলাকার দানু বাপের বাড়ি ওয়ার্ডের বিভিন্ন বস্তিঘর, দরিদ্র ও অসহায় পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে এসব খাদ্যসামগ্রী।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রতি ছিল প্যাকেটে চাল, তেল, চিড়া, মুড়ি, ময়দা, পিয়াজ ও সাবান।
দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, করোনাকাণ্ডে ঘরবন্দি হয়ে পড়া ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে