রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ঘর মেরামতের জন্য অসহায় সাগেরা বেগমকে ঢেউটিন দিলো উপজেলা প্রশাসন 

প্রকাশিত : ১২:০৮ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সাগেরা বেগম। তার স্বামীর নাম আবদুল মাবুধ। তার বাড়ী লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নে। অসহায় সাগেরা বেগমের ঘরটি ভেঙ্গে গেছে। অর্থের অভাবের কারণে ঘরটি মেরামত করতে পারছিলনা।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কে অবহিত করেন অসহায় সাগেরা বেগম।

২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় সাগেরা বেগমকে ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।

সাগেরা বেগমকে ঢেউটিন প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু ।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী সমাজসেবক মিরান হোসেন মিজান।

আরো পড়ুন