রায়হান সিকদার, দেশবাংলাঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া উপজেলার গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দক্ষিণ গারাঙ্গীয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি সকালে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ গারাঙ্গীয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এরফানুল করিম চৌধুরী।
এসময় গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দিন, ডাঃ মনজুরুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।