শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৩:৫৫ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ার উপজেলার বটতলী শহরের বিশিষ্ট ব্যবসায়ী সবার কাছে জনপ্রিয় পরিচিত মুখ ছগির মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বটতলীর খাজা হোটেলের সত্বাধীকারি আবদুস ছবুর প্রকাশ সামবু ফকিরের বড় ছেলে।
মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মরহুমের নাজিম উদ্দিন জানান, তার বড় ভাই ছগির মিয়া লিভার ক্যান্সার রোগে ভূগছিলেন।
আগামীকাল ৬ ডিসেম্বর সকাল ১১ টার দিকে লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের পিছনের মাঠে জানাজার নামজ অনুষ্ঠিত হবে।
ছগির মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন হিরু ও বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।