শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৫৮ অপরাহ্ন শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা সদরের ৩নং ওয়ার্ডস্থ সাতগড়িয়া পাড়া ফৌজুল কবির সড়কের কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান
আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের আন্তরিক প্রচেষ্ঠায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক আবদুস সালামের পক্ষ থেকে ( ২০২১-২০২২) অর্থ বছরের বরাদ্দ থেকে ২লক্ষ টাকা ব্যায়ে এ সড়কে পার্শ্বে ১০ফুট-লম্বা১৪০ ফুট আর.সি.সি ঢালাই কাজ শুরু করা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে সড়কের আর.সি.সি ঢালাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, সমাজসেবক, বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এ.কে.এম পারভেজ ও ঠিকাদার মুহাম্মদ পারভেজ।
দীর্ঘদিন পর এই অবহেলিত সড়কটি আর.সি.সি দ্বারা কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।