রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামীকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার Paediatric Orthopaedic Conference and Workshop-এ যোগ দিতে ওমানে যাচ্ছেন কক্সবাজার সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার কৃতি সন্তান ডাঃ মাহমুদুর রহমান।
তিনি কাল সকাল ৯টা ৩০মিনিটের সময় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান যোগে ওমানের উদ্দেশ্য রওনা করবেন।
৪ডিসেম্বর হতে ৭ডিসেম্বর পর্যন্ত ওমানের রাজধানী(Muskat) মাসকাটে অবস্হান করবেন এবং(,MuSKUT) মাসকাট Paediatric Orthopaedic Conference and Workshop তিনি অংশগ্রহণ করবেন।
কক্সবাজার সরকারী মেডেকেল কলেজের সহকারী অধ্যাপক( ট্রমা ও অর্থোপেডিক সার্জন),লোহাগাড়ার কৃতি সন্তান ডাঃ মাহমুদুর আগামী ৮ ডিসেম্বর তিনি সুস্হভাবে দেশে ফিরে আসতে সকলের কাছে দোয়া চেয়েছেন।