রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কালিয়াইশ ইউপির উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্টিত

প্রকাশিত : ৬:২৯ পূর্বাহ্ন রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

গ্রাম আদালত সেবা সর্ম্পকে অবহিতকরণ এবং ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদে “গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের  সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)এর সহযোগীতায় অদ্য ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায়  ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব হাফেজ আহমদ এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়। মতবিনিমিয় সভায় গ্রাম আদালত আইন, বিধিমালা, গ্রাম আদালত বিচার প্রক্রিয়া এবং অত্র ইউনিয়ন গ্রাম আদালত এর বর্তমান অবস্থা এবং সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলম, সভা সঞ্চালনা করেন কালিয়াইশ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারী অভি বড়ুয়া। সভায় ইউ.পি সদস্য, মহিলা ইউ.পি সদস্য, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশা শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন