রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কাঠ ভর্তি জীপ গাড়ি জব্দ করল চুনতি বনবিভাগ

প্রকাশিত : ৮:৪২ পূর্বাহ্ন রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের উপজেলার আধুনগর কুলপাগলী বেপারী পাড়া এলাকা থেকে বোঝাইকৃত কাঠসহ একটি জীপ গাড়ি আটক করেছে চুনতি অভয়ারণ্য রেঞ্জ।

গতকাল গভীর রাতে এ গাড়িটি আটক করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।

জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ীরা আধুনগর কুলপাগলী সড়ক নষ্ট করে প্রতিযোগিতা দিয়ে গাড়ি গুলো প্রতিনিয়ত চলছিল। উক্ত সড়ক দিয়ে বনবিভাগের জায়গা থেকে গভীর রাতে অবৈধভাবে কেটে পাচার করছিল।
উল্লেখিত সময়ে চুনতি বন বিভাগের একটি টিম পাচারকালে কাঠ ভর্তি একটি জীপ গাড়ি জব্দ করে।

চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, আমাদের রেঞ্জের আওতাধীন আধুনগর কুলপাগলী এলাকার পশ্চিম পার্শ্বে অভয়ারণ্যের জায়গা থেকে অবৈধভাবে আকাশ মনি কাঠসহ কয়েকটি প্রজাতির কাঠ কাটছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কুলপাগলী বেপারী পাড়া এলাকা থেকে কাঠ ভর্তি একটি জীপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও জীপগাড়ি টি অভয়ারণ্য রেঞ্জের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কাঠ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন