শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

কলাউজানে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ৬:৪৯ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সাত বছর বয়সী এক কেজি স্কুলের শিক্ষর্থীর মৃত্যু হয়৷রবিবার ( ১৭ অক্টোবর ) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মেহেন্নবর পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী নাম মুহাম্মদ নাজমুল সুলতান নাফিজ। সে ওই এলাকার প্রবাসী নাছির উদ্দিনের পুত্র। শাহ মজিদিয়া নামে কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

কলাউজান ইউপির মেম্বার আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর নিকট আত্মীয় মাওলানা আব্দুস সুবুর জানান, দুপুরে দিকে পাড়ার আরো বাচ্চাদের সাথে খেলেতে যায় নাফিজ। কোন একসময় শিশুটি সকলের অগোচরে পুকুরে অসাবধানতাবশত পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ বাড়িতে না আসলে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নাফিজকে দেখে এলাকাবাসী। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত ডাক্তার নাফিজকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন