প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২০, ৪:১৬ পি.এম
কর্ণফুলীতে ডকইয়ার্ডে পর্যটকবাহী জাহাজে আগুন
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডকইয়ার্ডে পুড়ল এলসিটি কাজল নামের একটি পর্যটকবাহী জাহাজ। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নদীর দক্ষিণ পাড়ে ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লীপওয়ে ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।আগুনে জাহাজের প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে। পুড়ে যাওয়া এলসিটি কাজল কোয়ার্টার মাস্টার জাহেদুল হক জানান, এলসিটি কাজল টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে পর্যটক পরিবহন কাজে নিয়োজিত ছিল। তিনমাস আগে কর্ণফুলী উপজেলার ইছানগর বিএফডিসি মাল্টিচ্যানেল স্লীপওয়ে ডকইয়ার্ডে মেরামত করার জন্য জাহাজটি আনা হয়। মেরামত কাজ প্রায় শেষ। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শেষ পর্যায়ের মেরামত কাজ চলার সময় ওয়েল্ডিং থেকে আগুন লেগে যায়। এতে জাহাজের কেবিনসহ সব মালামাল পুড়ে যায়। এতে পজাহাজের প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানতে চাইলে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনে।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত