শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১০:১২ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘ ১০ বছর প্রবাসে ছিলেন মোহাম্মদ জাহেদ।কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে এ-বছর দেশে ফিরে বসবেন বিয়ের পিঁড়িতে। তার সেই স্বপ্নটি অধরাই থেকে গেল। প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিল তার জীবন। দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় সাউথ আফ্রিকায় মৃত্যুবরণ করেন।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর সংবাদ দেশে আসে।
ইরে-বাবা, কইরে বাবা, বাবা তুই কই। তুই তো দেশে এসে বিয়ে করবি বলেছিলি, লাশ হয়ে গেলি কেন? আমি তো তুকে লাশ দেখতে চাইনি। এভাবে কেঁদে কেঁদে মুঠোফোনে উত্তর দিচ্ছিলেন নিহত প্রবাসী জাহেদের আম্মা।
প্রবাসী মোহাম্মদ জাহেদ (৩০)।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিন পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী জানান, ১৫ দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটা দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি সেখানে ব্যবসা করতেন। দীর্ঘ ১০ বছর প্রবাসী জীবন শেষে এই বছর দেশে এসে বিয়ে করার কথা ছিল। সেই দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে ফিরতে পারেনি জাহেদ ।