শনিবার, ২৯ জুন ২০২৪

কক্সবাজার বাঘখালী বিট এলাকায় উচ্ছেদ অভিযান,৩একর বনভূমি উদ্ধার

প্রকাশিত : ১:৪২ অপরাহ্ন শনিবার, ২৯ জুন ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার বাঘখালী বিটে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাঘখালী বন বিভাগ।
এসময় ৩ একর বনভূমি উদ্ধার করা হয় এবং মাটির ঘর ও দুটি ঘর ভেঙ্গে ঘুড়িয়ে দেওয়া হয়েছে।

১৩ নভেম্বর সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন  বাঘখালী বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান।

জানা যায়,দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার বাঘখালী বিট এলাকায় বনবিভাগের ৩ একর জায়গা অবৈধভাব একটি মহল জায়গাগুলো দখল করে রেখেছিল। শুক্রবার সকালে বাঘখালী বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহানের নেতৃত্বে বনবিভাগের একটি টিম
কক্সবাজার উত্তর বন বিভাগ এর বাঘখালী রে‌ঞ্জের বাঘখা‌লী বি‌টে উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করে এক‌টি মা‌টির গুদ‌াম ঘর ও দু‌টি ঘর ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেয়। এসময় ৩:০০ একর বনভূ‌মি উদ্বার করা হয়।

বাঘখালী বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কক্সবাজার উত্তর বনবিভাগের বাঘখালী বিট এলাকায় বনবিভাগের ৩ একর জায়গা দখল করে রেখেছিল। তিনি সকালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গাগুলো উদ্ধার করে, একটি মাটির গুদাম ঘর ও দুটি ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে মামলা প্র‌ক্রিয়াধীন রয়েছেন। অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলেও তিনি জানা গেছে।

আরো পড়ুন