লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামী ইউপির নির্বাচনে পদুয়া ইউপির ৫নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ পদুয়া বেপারী পাড়া গ্রামের কৃতি সন্তান,পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মানিক।
তারুণ্যের ভাবনা ও তারুণ্যের উচ্ছাসে এগিয়ে চলেছে বাংলাদেশ । তরুণরা এখন সারাদেশে বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিচ্ছেন। সারাদেশে ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্বে আসছেন তরুণরা। তেমনি আগামী নির্বাচনে পদুয়ার ৫নং মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে এলাকার মানুষের দোয়া,এলাকার মুরব্বী ও পরামর্শ নিয়েছেন মেম্বার পদপ্রার্থী, যুব সমাজের অহংকার, আওয়ামী পরিবারের কৃতি সন্তান মিজানুর রহমান মানিক।
তিনি তার নির্বাচনী এলাকা তেওয়ারীখিল এলাকায় মুরুব্বীদের সাথে কথা বলেন।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান মানিক জানান,আমি একজন তরুণ। তরুণ হিসেবে আপনাদের ভালবাসা নিয়ে আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করব ইনশাল্লাহ। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় মুরুব্বীদের দোয়া পাচ্ছি, এলাকাবাসীর ভালবাসায় মুগ্ধ হচ্ছি। তাই আগামী নির্বাচনে পদুয়ার ৫নং ওয়ার্ডের মানুষের ভালবাসা নিয়ে বিজয়ী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান মানিক এলাকার মানুষের দোয়া,ভালবাসা ও আর্শিবাদ কামনা করেছেন।