লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল লোহাগাড়া উপজেলার পদুয়া-নাওঘাটা,ধলিবিলা ও আধারমানিক সড়কটি। এই অবহেলিত সড়কটি উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার পরও টিকাদার দীর্ঘদিন কাজ শুরু না করায় এলাকার সাধারণ মানুষ হতাশা ও দুর্ভোগ পোহাতে হয়েছিল।
গত ২১শে সেপ্টেম্বর সড়কের বিষয়টি চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী`র দৃষ্টিগোচর হয়।
ওইদিন সাথে সাথে টিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।
তারই ধারাবাহিকতায় রোববার
(১০ অক্টোবর) সকালে সড়কটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবছার আহমদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সব্বির আহমদ, সাবেক ইউপি সদস্য আলী নেওয়াজ, যুবলীগ নেতা জাকারিয়া বাবুল, যুবলীগ নেতা ইউনুস বাহাদুর, ব্যবসায়ী জামাল উদ্দিন, ঠিকাদার দিপু কান্তি পালসহ এলাকার মাণ্যগন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এদিকে সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করায় স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সর্বস্থরের জনসাধারণ।