জ্যেষ্ঠ প্রতিবেদক,দেশবাংলা ডটনেট
মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে মোটর সাইকল, ব্যক্তিগত গাড়িতে যাত্রীপরিবহন সেবার পর এবার একইভাবে দেশজুড়ে পাওয়া যাবে অ্যাম্বুলেন্স সেবা।
অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজি লিমিটেড।
ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সহযোগিতায় চালু করা এই সেবার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার বিকালে খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সের কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এই সেবার উদ্যোক্তা ইজিয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, অ্যাম্বুলেন্স চালকদের রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
এখন থেকে মোবাইলে ‘ইজিয়ার’ অ্যাপের মাধ্যমে ঢাকা শহরসহ সারা দেশে এ সেবা যে কেউ পেতে পারবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে। তারই প্রমাণ এটি।
“ইজিয়ারের মাধ্যমে যে সেবা দেওয়া হবে তা সফল হবে বলে আমি আশা করছি।”
আপাতত গুগল প্লে স্টোর থেকে ইজিয়ার অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।