টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন নির্বাচন
টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন এনামুল হক সভাপতি ও যমুনা টিভির ক্যামেরাপার্সন দীপঙ্কর দাশ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৈশাখী টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী, ইনন্ডিপেনডেন্ট টিভি ব্যুরো প্রধান ও নির্বাচন কমিশনার অনুপম শীল, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন ও নির্বাচন কমিশনার মোঃ সেলিম উল্লাহর তত্ত¡াবধানে ১ মার্চ ২০২০ইং রবিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন সভাপতি এনামুল হক (এনটিভি), সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর (বাংলা ভিশন), সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু (যমুনা টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিঠু (আর টিভি), অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর (ইন্ডিপেনডেন্ট টিভি), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক (যমুনা টেলিভিশন), দপ্তর সম্পাদক বিনা প্রতি›দ্বীতায় মোঃ সাইফুল ইসলাম (বাংলা ভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী (সময় টেলিভিশন), নির্বাহী সদস্য যথাক্রমে- সাইমুন আল মুরাদ (দীপ্ত টিভি), মোঃ নুর হাসিব ইফরাজ (একুশে টিভি), অমিত দাশ (এসএ টিভি)।
নির্বাচন পর্যবেক্ষণ করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, নগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডাঃ রমিজ উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহ-সভাপতি শহীদ উল হক, নির্বাহী সদস্য আজহার মাহামুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সভাপতি অনিন্দ্র টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফহার ফয়সাল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, বিডিনিউজ ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী, মাছরাঙা টিভির ব্যুরো প্রধান তাজুল ইসলাম, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, গাজী টেলিভিশনের ব্যুরো প্রধান অনিন্দ্র টিটু, আর টিভির ব্যুরো প্রধান সরওয়ার আলম বাবু, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, নাগরিক টিভির চট্টগ্রাম প্রতিনিধি একে আজাদ, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ, হেলাল উদ্দিন চৌধুরী, শাহনেওয়াজ রিটন, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, দিদার“ল আলম, টিসিজেএ’র আজীবন দাতা সদস্য কাউন্সিল মো: গিয়াস উদ্দিন প্রমুখ।