শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ইয়াবার সবচেয়ে বড় চালান উদ্ধার:গ্রেপ্তার-৪

প্রকাশিত : ৫:৫০ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পিস্তল,গুলি উদ্ধার

শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা নিয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মে. মাশকুর রহমান। ইয়াবাগুলোর যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা।শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- নুর আলম প্রকাশ নুর হাফেজ (৩০), মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম প্রকাশ কালু (৪৫)। মাশকুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ও মাদক ব্যবসায়ী। নুর হাফেজ রোহিঙ্গা নাগরিক আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। আবদুল হাকিম ডাকাত নুর হাফেজের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে আসছে। মিয়ানমার থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে ভোররাতে। এগুলো রিসিভ করে নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। নূর হাফেজ মূলত মিয়ানমার বর্ডার দিয়ে ইয়াবা নিয়ে আসে। বাকি তিনজন এগুলো রিসিভ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এসময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে।

র‌্যাব জানায়, এটি র‌্যাব-৭ এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান।

আরো পড়ুন