রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জাংছড়ি খালে হাতির ডেরা,উলুবনিয়া,বর বিল এলাকা জুড়ে সরকারী খাস জায়গায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা।
বিষয়টি স্থানীয় এলাকার জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানকে অবগত করলে ১ জুলাই সকালে উক্ত বালু উত্তোলন স্থানে পদুয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদিকে পাঠিয়ে তিনটি পয়েন্টে অভিযান চালানো হয়।
এ সময় একটি পয়েন্ট থেকে ১১হাজার ৭৩০হাজার জব্দ করা হয়।
অভিযানকালে পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের মনসুরসহ অন্যান্যা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের জাংছড়ি খালে হাতির ডেরা,উলুবনিয়া, বর বিল এলাকা জুড়ে সরকারী খাস জায়গায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়ে খবর পেলে পদুয়ার তহসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে একটি স্তুপ থেকে ১১হাজার ৭৩০হাজার জব্দ করা হয়। ২টি পয়েন্টে কোন বালু কিংবা মেশিন পাওয়া যায়নি।তিনি আরও জানান,অবৈধভাবে বালু উত্তোলনের কোন সুযোগ নেই।অবৈধ বালু উত্তোলনে যে জনপ্রতিনিধি,কিংবা রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত থাকলে,তারা যত বড়ই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবেনা। আমাদের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।