নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে ১২৫ তম ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।
দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) প্রকাশ বড় মাওলানা লোহাগাড়ায় এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন।
১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার ) রাতে বড় মাওলানার পরিবারের পক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আরিফ মঈনুদ্দিন। দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছ।
জানা গেছে, সুখছড়ী সভার বিলে ঘোড়ার দৌড়, রকমারি পণ্যের বেচাকেনা, নামাজের বড় জামায়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠানের যাত্রা শুরু করেন বড় মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ)।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। বিশাল এলাকাজুড়ে বসে মেলার স্টল। মেলায় চারুকারু, কাঠ-বাঁশ, প্রসাধনী, বাচ্চাদের খেলার সামগ্রী, বেতের আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি, মাছসহ নানা রকমারি পণ্যের পসরা সাজিয়ে শত শত স্টলে ক্রেতারা ভিড় করেন।
হাজার হাজার দর্শক এই প্রতিযোগিতা ও মেলা উপভোগ করে থাকেন। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরের দিনও চলে মেলার বেচা-কেনা। মেলার মূল আকর্ষণ ঘৌড়দৌড় প্রতিযোগিতা বিধায় এটি ঘৌড়দৌড় মেলা হিসেবে এতদঅঞ্চলে ব্যাপক পরিচিত।
এব্যাপারে সৈয়দ আরিফ মঈনুদ্দিন জানান, প্রতিবছরের মত এই বছরও অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ৷ বাদে আছর অনুষ্ঠিত হবে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
এতে অতিথি থাকবেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ।
প্রতি বছর সনাতন ধর্মের অনুসারীরা সূর্য পূজা করে। এ পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি থেকে মুসলিম ধর্মাবলম্বীদের সূর্য পূজার উৎসব থেকে বিমুখ করতে দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) লোহাগাড়ায় এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন।