বুধবার, ২৬ জুন ২০২৪

আমিরাবাদে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত : ৭:২৪ অপরাহ্ন বুধবার, ২৬ জুন ২০২৪


রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বনিক পাড়া প্রকাশ বাইন্ন্যা পাড়া এলাকায় অগ্নিকান্ডে ৩বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।২৬ মার্চ সন্ধ্যা ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তের পরিমাণ আনুমানিক ১৫লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের নামগুলো হল যথাক্রমে ওই এলাকার মৃত রাজতন্ত্র ধরের পুত্র
মতি ধর (৯০),গোবিন্দ ধরের পুত্র শিবু ধর (৩৫) ও বাসু ধর(৩৫)।
ক্ষতিগ্রস্ত শিবু ধরের স্ত্রী উমা ধর উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,প্রতিদিনের ন্যায় পূজা দেওয়ার জন্য সন্ধ্যা বেলায় পূজার আসলে ধুপবাতি জ্বালানোর জন্য তার ছেলে পূজন ধরকে বলে।তাৎক্ষণিক তিনি বাড়ির পার্শ্বে পুকুরে পানি আনতে গেলে উক্ত স্হান হতে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখার দাউ দাউ জ্বলতে থাকে।মুহুূর্তের মধ্যে অগ্নিকান্ডে ৩পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পৌছলে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের পাশে কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

আরো পড়ুন