সাউথ আফ্রিকায় জোহানেসবার্গের উলিয়াস ফার্ম এলাকায় ডাকাতের গুলিতে বেলাল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানাযায়,গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিহত বেলাল দোকানের দরজা বন্ধ করে তালা লাগানোর সময় একদল সশস্ত্র ডাকাত বেলালকে লক্ষ্য করে গুলি করলে বেলাল ঘটনাস্থলেই নিহত হয়।নিহত বেলাল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আঁটিয়া গান্ধী গ্রামের ব্যাপারী বাড়ীর নুরুজামানের পুত্র।
তিনি দীর্ঘ ১০ বছর ধরে সাউথ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।